Free Porn
xbporn

1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet 1xbet سایت شرط بندی معتبر 1xbet وان ایکس بت فارسی وان ایکس بت بت فوروارد betforward سایت بت فوروارد سایت betforward 1xbet giriş
Sunday, September 8, 2024

তৃণমূল বিএনপির হাল ধরলেন হুদাকন্যা অন্তরা

নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া ‘তৃণমূল বিএনপি’র হাল ধরলেন প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা। আগামী বছর কাউন্সিল না হওয়া পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

শনিবার দুপুরে গুলশানে শাইনপুকুর স্যুটের সিগনেচার হলে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদার স্ত্রী তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা দলের এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা বলেন, যদি সুষ্ঠু পরিবেশ হয় তারা নির্বাচনে অবশ্যই যাবেন। নির্বাচন কি জোটবদ্ধ হয়ে, না এককভাবে তিনশ আসনে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, সেটা পরিস্থিতি বলে দেবে।

সংবাদ সম্মেলনে মায়ের পাশের চেয়ারে বসা ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা। পরে তাকে নেতারা করতালি দিয়ে অভিনন্দন জানান।

সিগমা হুদা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড এবং নির্বাচনি ফান্ড সংগ্রহ করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি আসনে দলের প্রার্থীর তালিকা তৈরি করা হবে।’

তবে সিগমা হুদা এও বলেন, ‘আমরা নির্বাচন দেখব। আমরা কারো পক্ষে নই, বিপক্ষে নই। যেটা বাংলাদেশের জন্য ভালো হবে, মঙ্গল হবে সেভাবেই আমরা যাব।’

সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির মহাসচিব শেখ হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান উপস্থিত ছিলেন।

সিগমা হুদা আরও বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা-চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে শুক্রবার তৃণমূল বিএনপির সাধারণ সভায় প্রয়াত চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোটেক অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। প্রত্যাশা করছি, তার নেতৃত্বে ব্যারিস্টার নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

তিনি জানান, বর্তমান কমিটি অ্যাডহক ভিত্তিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কাউন্সিল সভা পর্যন্ত কাজ চালিয়ে যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অন্তরা সেলিমা হুদা বক্তব্যের শুরুতে বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেন কাজ করতে পারি, এজন্য দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই।’

২০১৫ সালের ২০ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটি (তৃণমূল বিএনপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। তৃণমূল বিএনপির নির্বাচনি প্রতীক- ‘সোনালী আঁশ’ এবং দলীয় শ্লোগান হচ্ছে- ‘সুস্থ রাজনীতি, সুশাসনের ভিত্তি’। গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর