Sunday, December 22, 2024

ইমরান খান গ্রেফতার

      • ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
  • আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান তাঁর নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আজ আদালতে হাজির হয়েছিলেন।এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কালো রঙের একটি গাড়িতে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
  • গত বছর এপ্রিলে বিরোধীরা তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে চরম অস্থিরতা শুরু হয়। এক পর্যায়ে ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেন। পরবর্তীতে সুপ্রিমকোর্টের নির্দেশে পার্লামেন্ট বহাল হয়। পার্লামেন্টে ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন। ইমরান পদত্যাগে বাধ্য হন। তার আগে পরে ইমরান সেনাবাহিনীর; বিশেষ করে তৎকালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজয়ার কঠোার সমালোচনা করেন। দেশব্যাপী ইমরান সমর্থকরা আন্দোলন গড়ে তোলেন। প্রাদেশিকমও স্থানীয় নির্বাচনে ইমরানের দল বিপুলভাবে বিজয়ী হয়।
  • ইত্যবসরে পাকিস্তানের অর্থনীতিতে ধ্বস নামে, রিজার্ভ তলানীতে পৌঁছে যায়। সরকার জনপ্রিয়তা হারায়। পাকিস্তানের রাজনীতিতে বরাবরের মতো এখনও ত্রিশঙ্কু অবস্থা বিরাজমান।
- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর