Tuesday, November 26, 2024

মোখা’র প্রভাবে গ্যাসের চাপ কম থাকবে

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শনিবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাস গ্যাস অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

মোরশেদ আলম বলেন, এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

চরম প্রবল ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল রূপে রোববার দুপুরের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এ ঝড় মোকাবিলার অংশ হিসেবে এরই মধ্যে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর