Free Porn
xbporn

1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet وان ایکس بت 1xbet 1xbet سایت شرط بندی معتبر 1xbet وان ایکس بت فارسی وان ایکس بت بت فوروارد betforward سایت بت فوروارد سایت betforward 1xbet giriş
Sunday, September 8, 2024

ভোগ নয়, ত্যাগের রাজনীতি শিখেছি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় আছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরের দ্বিতীয় দিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেছেন রাষ্ট্রপতি। বলেন, আমি ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি।

এছাড়াও নিজের সাংবাদিকতার স্মৃতিচারণও করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বলেন, আমি পাবনা প্রেসক্লাবের সদস্য। দৈনিক বাংলার বাণী দিয়ে পাবনা জেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ।

এদিকে এর আগে এদিন সকাল ১০টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়াও আজ বিকাল ৩টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

আরও পড়ুন: পাবনায় মা-বাবার কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি, অংশ নিলেন নানা কর্মসূচিতে

রাষ্ট্রপতির এ সফর ঘিরে জেলা জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি অনু্যায়ী জানা গেছে, ১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমতি পরিদর্শন। বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের যাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়া বিকেলে ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টক ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর