প্রকৃতির অপার সৌন্দর্য নাকি মানুষের মনকে সতেজ করে তোলে। তবে সে সুন্দরের আড়ালেই অনেক সময় লুকিয়ে থাকে ভয়ংকর বিপদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স বিচে সমুদ্র-বিলাসে গিয়ে লোমহর্ষক অভিজ্ঞতার শিকার হয়েছে এক কিশোরী। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সমুদ্রের স্বচ্ছ পানিতে নেমেছিল সে। এর কিছু পরই বিশাল একটি হাঙর আক্রমণ করে তাকে। একবার নয়, বরং পরপর দুবার আক্রমণের শিকার হলেও হাঙরের মুখে ঘুসি বসিয়ে জীবন নিয়ে ফিরেছে সে।
ডেইলি মেইলের এক প্রতিবেদন বলছে, গত বৃহস্পতিবার ইলা রিড নামে ওই কিশোরী বন্ধুদের সঙ্গে সাগরের স্বচ্ছ পানিতে নেমে সময় কাটাচ্ছিল। সৈকতের কাছেই ছিল তারা। এ সময় তাদের আশপাশে ৬ ফুট দৈর্ঘ্যের একটি হাঙর থাকলেও সেটা বুঝতে পারেননি কেউ। একপর্যায়ে হাঙরটি ইলাকে আক্রমণ করে। সবাই ভয়ে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও ইলাকে যেন ছাড়ছিল না হাঙরটি। অল্প সময়ের ব্যবধানেই আবার দ্বিতীয় আক্রমণের শিকার হয় সে।
স্থানীয় এক গণমাধ্যমকে ইলা জানায়, হাঙরটি অনেক শক্তিশালী ছিল। ও আমার পেটে প্রচণ্ড জোরে আঘাত করেছিল। আমাকে ছেড়ে দিতে চাচ্ছিল না। জীবন বাঁচাতে আমিও আমার হাত এবং মাথা ব্যবহার করি। এতে আমার হাত ও আঙুল জখম হয়।
হাঙরটি আবার তার দিকে তেড়ে এলে সাহস জুগিয়ে সেটির মুখে ঘুসি মারে ইলা। এতে কিছু সময়ের জন্য অন্য দিকে চলে যায় সেটি। সে সুযোগে সাঁতরে সৈকতে ফেরে ইলা। তবে ইলাকে ছেড়ে দিলেও সৈকতে ওঠা পর্যন্ত তার চারপাশেই ঘোরাফেরা করতে থাকে হাঙরটি।