Friday, January 3, 2025

সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে পরীমণির ‘মা’

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আজ শনিবার প্রিমিয়ার হতে যাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত ‘মা’ (দ্য মাদার)। সিনেমাটির প্রদর্শনী হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে।

অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি গতকাল শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাবে আগামী ২৬ মে। গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা নিজেই। অরণ্য আনোয়ার জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে প্রিমিয়ার হচ্ছে সিনেমাটি।

মা ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। গত বছরের জানুয়ারিতে শুরু হয়েছিল ছবিটির শুটিং।

অরণ্যে পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য ও শাহাদাত হোসেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর