Thursday, December 26, 2024

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২০ মে) রাত ৭টার দিকে ইঞ্জিন ও বগি দুটি উদ্ধারের কাজ শেষ হয়। এরপর রাত আটটার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি। শাখাওয়াত হোসেন বলেন, ‘লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুটি উদ্ধার হয়েছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপড়ে পরে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে টিলার দিকে ওঠে যায়। এতে ইঞ্জিনের পাশে থাকা দুটি যাত্রীবাহী বগি উল্টে যায়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর