Friday, January 3, 2025

মনিরামপুরে ‘দারাজ ট্যুর ফর সোশ্যাল গুডস’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশস্থ তুর্কি দূতাবাস, ব্লাডম্যান, দারাজ বাংলাদেশ এবং টিকা’র যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইন ‘দারাজ ট্যুর ফর সোশ্যাল গুডস’-এর দ্বিতীয় সিজনের এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ছয় মাস টেলিমেডিসিন সেবা প্রদান করা হবে।

মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। স্বাস্থ্যসেবা বঞ্চিতদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিতে তরুণসমাজের এই উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ব্লাডম্যান এবং তুরস্ক দূতাবাসকে। এ সময় তিনি উদ্যোগের ইমপ্যাক্ট পার্টনার দারাজ বাংলাদেশ এবং টিকাকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহরিয়ার হাসান জিসান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু এবং দারাজের সি এস আর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার আফিফা সুলতানা।

‘ট্যুর ফর সোশ্যাল গুডস, সিজন-২’ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, মৌলিক নাগরিক সুবিধা বঞ্চিত মানুষের জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা।

২০২১ সালে চার হাজারেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা, জরুরি খাবার ও বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করা সিজন-১ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় সিজনের আয়োজন করা হয়।

বাংলাদেশস্থ তুর্কি দূতাবাসে এই আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দ্বিতীয় মৌসুমে ৬ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সাভার, উড়ির চর (সন্দ্বীপ), ময়মনসিংহ ও খাগড়াছড়িতে চারটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর