ফাহিমুল ইসলাম
মেঘের খামে বৃষ্টি দিলাম
পেলে কিনা জানান দিও,
বৃষ্টি পেলে ভিজতে থেকো,
জলে কাদায় রাস্তাতে,
ভিজলে কিনা খবর দিও।
মন খারাপের কষ্টগুলো
ঐ খামেতেই যেন থাকে,
খামটা আবার আমার কাছে
পাঠিয়ে দিও ফিরতি ডাকে।
শার্সি বেয়ে নামতে থাকুক
মেঘের খামের কষ্ট যত,
যাক না ভরে আমার ঘর
বাড়তে থাকুক আমার ক্ষত।
দেখছি যেন বৃষ্টি ভেজা তোমার হাসি
তোমার কষ্টে ডুবছি আমি, এখন আমি বানভাসি।