Tuesday, January 28, 2025

ঢাকায় ‘নারী সমাবেশ’ করবে বিএনপি

স্টাফ রিপোর্টার: তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণার পর এবার ঢাকায় ‘নারী সমাবেশ’ করার কথা জানাল বিএনপি। তবে সমাবেশের তারিখ এখনো ঠিক করা হয়নি। সারা দেশে নারী নির্যাতন বৃদ্ধি এবং ভোটের অধিকার নিশ্চিত করার দাবিতে বিএনপির স্থায়ী কমিটি ঢাকায় সুবিধামতো সময়ে নারী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। নারী সমাবেশের প্রস্তুতি ও সমন্বয়ের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয় সভায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা হয়। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ অংশ নেন। বৈঠকে ভারতের মেঘালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া ‘সারা দেশে অসহনীয় লোডশেডিং, বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং এই খাতে নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে’ অবস্থান কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। ৮ জুন দেশের সব জেলা সদরে অবস্থিত বিদ্যুৎ কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে যুবলীগ একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়ায় বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল তাদের তারুণ্য সমাবেশের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ১১ জুন চট্টগ্রামে প্রথম সমাবেশ হওয়ার কথা ছিলো।পরিবর্তিত তারিখ অনুযায়ী এটি ১৪ জুন অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর