Sunday, January 19, 2025

চট্টগ্রামে বিশাল মিছিল নিয়ে ‘শান্তি সমাবেশে’ যুবলীগের কেন্দ্রীয় নেতা এলিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ‘শান্তি সমাবেশে’ বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

বুধবার (১৪ জুন) বিকেল ৩টায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নগরের নিউমার্কেট মোড়ে ‘শান্তি সমাবেশের’ ডাক দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। এতে শান্তি সমাবেশ পরিণত হয় গণজাগরণ। হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়। শান্তি সমাবেশে সবচেয়ে বড় মিছিলটি আসে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের।

যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন মো. আছিফুর রহমান শাহীন, মুসলিম উদ্দিন, জহির উদ্দিন খান, হাসান হাবিব রনি, ইফতেখার উদ্দিন রসু, মঞ্জুরুল হাসান, ইমাম হাসান ভূঁইয়া শেখ, শাহাদাত হোসেন রিপন, শাহাদাত হোসেন ভুঁইয়া, ঈসমাইল হোসেন, আইনুল কবীর জুয়েল, হাসান রেজা মাহমুদ রুমি, মো. শাখাওয়াত হোসেন শাকিল, এইচ এম রাশেদুল করিম (রাশেদ), শওকত আজিম রিংকু, মো. আরাফাত, মাসুদ পারভেজ রিংকু, মো. ফরিদ, আমিনুল ইসলাম, ফখরুল ইসলাম, সাহাব উদ্দিন, ডালিম পারভেজ চৌধুরী, শাখাওয়াত হোসেন বাবু, ইফতেখার আলম, আশ্রাফ উদ্দিন মিলন এবং ইরফানুল আজিম প্রমুখ।

সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ মোর্শেদ এলিট বলেন, বিরোধীদলের সব সমালোচনাকে পেছনে ফেলে আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। আমরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের উদ্যোগে আজকের এ শান্তি সমাবেশ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর