Saturday, November 23, 2024

যে কারণে ২০৩০ বিশ্বকাপ আয়োজকের নাম প্রত্যাহার করেছে সৌদি

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিল সৌদি আরব। ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর পাশাপাশি তারকা ফুটবলারদের লিগে এনে বেশ আলোচনায়ও এসেছিল দেশটি। কিন্তু হঠাৎ করেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সে সঙ্গে গ্রীস এবং মিশরকে জানিয়ে দিয়েছে তারা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, অবকাঠামো নির্মাণ ও পারিপার্শ্বিক অবস্থানে প্রস্তত নয় সৌদি আরব। বিশ্বকাপ আয়োজন করতে হলে প্রথম থেকে কাজ শুরু করতে হবে দেশটির। এই সময়ের মধ্যে যা সম্পন্ন করা কঠিন। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সৌদি আরব প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় স্পেন, পর্তুগাল এবং মরক্কোর সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। এই তিন দেশ মিলে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন হতে চায়। চলতি বছর সেপ্টেম্বরে জানা যাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশটির নাম।

সৌদি আরব দেশটির ঘরোয়া লিগকে আরও জমজমট করতে কাড়ি কাড়ি টাকা ঢেলে বিশ্বের তারকা ফুটবলারকে নিজেদের ক্লাব ফুটবলে যুক্ত করছে। এ তালিকায় নাম রয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সের করিম বেনজেমা, কান্তের মতো বিশ্ববিখ্যাত ফুটবলারদের। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ফুটবলারদের তালিকা। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার লক্ষ্যেই এত অর্থ বিনিয়োগ করে যাচ্ছিল সৌদি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর