Tuesday, January 28, 2025

শিশুতোষ চলচ্চিত্রে মিম মানতাশা

বিনোদন রিপোর্ট: ঈদ আয়োজনে প্রচার হবে মিম মানতাশা অভিনীত শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’। এটি পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। দু’জন পথশিশুর জীবনের গল্পের ওপর ভিত্তি করে চলচ্চিত্রের কাহিনি গড়ে উঠেছে।

মিম মানতাশা বলেন, ‘চলচ্চিত্রের গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি অতিথি চরিত্রে। চরিত্রটি ছোট হলেও অনেক গুরুত্ব আছে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’

এতে আরও অভিনয় করেছেন আমান রেজা, ওমর সানী, লারা লোটাস, দিলারা জামান, মোমেনা চৌধুরী, আবু হোরায়রা তানভীর, নাহিদ সুলতানা লেমন ও নবাগত নওরীন। ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আই-এ এটি প্রচার হবে।

এ চলচ্চিত্রটি ছাড়াও মিম মানতাশা অভিনয় করেছেন একটি নাটকে। ‘তোমার চোখে আমার বসত’ নামে এ নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।

এতে তাঁকে দেখা যাবে অন্ধ এক মেয়ের চরিত্রে। মেয়েটির জীবনে নানা স্ট্রাগল দেখা দেয়।

মিম মানতাশা আরও বলেন, ‘ইদানীং নাটকে কাজ কম করছি। ওটিটি প্ল্যাটফর্মে মনোযোগী হতে চাই বলেই নাটকে আমাকে কম দেখা যাচ্ছে। আশা করছি, ওটিটিতে ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হব।’

চলচ্চিত্র ও নাটকের কাজের বাইরে বিজ্ঞাপনে ব্যস্ততা আছে মিম মানতাশার। সম্প্রতি তিনি পোলার আইসক্রিমের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। এটি নির্দেশনা দিয়েছেন আদনান আল রাজীব।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর