Sunday, March 9, 2025

ফারুকির বলেই আউট তামিম

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ফজলহক ফারুকির বল খেলতে গিয়ে বেগ পেতে হয়েছিল তামিম ইকবালের। সেই সিরিজে নিয়মিতই তামিমকে আউট করেছিলেন আফগানিস্তানের এই পেসার। এক বছরের বেশি সময় পর বাংলাদেশে ওয়ানডে খেলতে এসে আবারও তামিমকে ফেরালেন ফারুকি। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা থার্ডম্যানে খেলতে চেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।

ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় এজ হয়ে উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৩ রান করা তামিম।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে আফিফ

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছে আফগানিস্তান। টস জিতে বোলিং বেছে নিয়েছে তারা। আর তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরলেন আফিফ হোসেন। আফিফের জায়গা হলেও মোহাম্মদ নাইম শেখ দলের বাইরেই থেকে গেছেন।

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান- একাদশে তিন পেসার নিয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের স্পিনেই বরাবরের মতো ভরসা রাখছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর