Sunday, March 9, 2025

বৃষ্টি আইনে আফগানদের কাছে হেরে গেল টাইগাররা

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের ১৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।

বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসে খেলা চলাকালে বৃষ্টির বাধায় দুবার খেলা বন্ধ ছিল। তবে এক তাওহীদ হৃদয়ের ফিফটি ছাড়া বাকি সবাই ধুঁকতে থাকায় ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করতে পারে বাংলাদেশ।

এরপর ডিএলএস পদ্ধতিতে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪। তবে ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টির বাগড়ার আর বল মাঠে গড়ায়নি। আফগানদের ইনিংসে ম্যাচের তৃতীয়বারের মতো বন্ধ হওয়ার পর ফের খেলা চালুর আভাস মিলেছিল। বৃষ্টি থামায় চলছিল মাঠ শুকানোর কাজ।

আফগানিস্তানকে ২৯ ওভারে ১১১ রানের পরিবর্তিত লক্ষ্য দেওয়া হয়েছিল। ফলে আফগানদের জয়ের জন্য ৪৪ বলে ২৮ রান করতে হত। কিন্তু কিছুক্ষণের ব্যবধানে আবারও বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু হওয়ার পরিস্থিতি না থাকায় ডিএলএস পদ্ধতিতে আফগানদের জয়ী ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর