আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার একদিন পরই ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। আপাতত তিনি দেড় মাসের বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডাকেন এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি আমার অবসরের যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নিচ্ছি। আমি সকলকে না বলতে পারলেও একটি দেশের প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।’
তামিম আরও বলেন, ‘পাপন ভাই, মাশরাফি ভাই অনেক বড় প্রভাব রেখেছেন। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ্ খেলব।’
তামিমের বক্তব্যের পর বিসিবি সভাপতি পাপন সংবাদকর্মীদের বলেন, ‘আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’
তিনি আরও বলেন, ‘তবে যেহেতু শারীরিক ও মানসিকভাবে সে ফিট নয়, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাস সময় নিয়ে আশা করি সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্যই সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে।’