Saturday, January 18, 2025

নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখব : মেয়র তাপস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এই ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, বাংলাদেশের একমাত্র কাণ্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখা হবে। শুধু ঢাকা নয়, বিএনপির নৈরাজ্য ঠেকাতে সারাদেশে দুর্গ গড়ে তোলা হবে।

একইসঙ্গে আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

এর আগে, দুপুর তিনটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর