রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর নবী (২৪) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।
নূর নবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা আড়াইটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নূর নবীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। নূর নবী থাকতেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলে।