Saturday, November 23, 2024

একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানীতে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাল্টা পাল্টি সমাবেশের সিদ্ধান্ত রাজনৈতিক। কেন একই দিনে সমাবেশ সেই প্রশ্নের উত্তর দিবে রাজনৈতিক নেতারা।

তবে এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

রাজপথে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোন সহিংসতা ঘটলে সেই দায়ও নিতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোন বাধা নাই। তবে তারা যেন কোন ধ্বংসাত্নক কিছু না করে। কোথাও জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে ভাংচুর না করে। জনগনের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান জানান।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর