জল্পনা আগেই ছিল। বাস্তবেও তাই হল। শাহরুখ খানকে আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন থ্রি’ সিনেমায় নতুন অভিনেতাকে দেখা যাবে।
টুইটারে বিবৃতি দিয়ে একথা জানালেন পরিচালক ফারহান আখতার। বিবৃতিতে ফারহান জানান, ১৯৭৮ সালে ‘ডন’ চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে সারাদেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে এই চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান। এই সিনেমা তার হৃদয়ের খুব কাছের।
এরপরই ফারহান লেখেন, এবার ‘ডন’-এর ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসে গেছে, আর এই জন্যই নতুন কাহিনিতে আমার পছন্দের অত্যন্ত প্রতিভাশালী ও দারুণ একজন অভিনেতা থাকছেন। আশা করব আপনারা তাকেও মিস্টার বচ্চন ও শাহরুখ খানের মতো ভালোবাসা দেবেন।
বলিউডে জোর গুঞ্জন, এবার রণবীর সিংকে ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে। কিন্তু শাহরুখ বাদে আর কাউকে ‘ডন’ হিসেবে মেনে নিতে নারাজ নেটিজেনরা।
ফারহানে সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘মনে রেখো শাহরুখ নেই তো ডন নেই।’ অন্য একজন লেখেন, ‘শাহরুখ খানের জাদু কখনোই অন্য কেউ দেখাতে পারবে না।’ এমন নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।