গ্ল্যামারাস নায়িকার খোলস বদলে নানাবিধ চরিত্রে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার প্রতিটি কাজই আলাদা করে মনে রাখার মতো। ‘সাপলুডু’, ‘পরাণ’ কিংবা ‘দামাল’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি তেমনই একটি কাজে যুক্ত হয়েছেন তিনি। অভিনয় করছেন শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্র ‘দিগন্তে ফুলের আগুনে’।
আজ বুধবার নিজের ফেসবুকে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার রূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
ক্যাপশনে মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লাহ কায়সার।’
ছবির মন্তব্যের ঘরে কেউ বলেছেন, ‘চেনাই যাচ্ছে না!’, কারও মন্তব্য ‘পান্না কায়সার তো দেখতে অবিকল বিদ্যা সিনহা মিমের মতো’, আবার কেউ বললেন, ‘এক মুহূর্তের জন্য আমি চমকে গেছি!’
এটি নির্মিত হচ্ছে লেখক, রাজনীতিবিদ শহীদজায়া পান্না কায়সারের জীবন ঘিরে। পরিচালনায় ওয়াহিদ তারেক। গত ১ আগস্ট শুরু হয়েছে শুটিং।
অভিনেতা মোস্তফা মনওয়ার বরাবরই চরিত্রনির্ভর কাজ করেন। সর্বশেষ ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বন্ধুর চরিত্রে নজর কেড়েছেন।