বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ও তাদের দোসরদের হাতে এদেশ কখনো নিরাপদ নয়। এই স্বাধীন দেশ তাদের নয়, তাদের দেশ পাকিস্তান।
সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিয়াউর রহমান পরিবারকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না, হত্যার রাজনীতি করে না। এদেশে ষড়যন্ত্র ও হত্যা রাজনীতি শুরু করেছে বিএনপি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করার অপরাধে জেলে গিয়েছেন। তিনি বছরের পর বছর হাজিরা দেননি বলেই আদালত তাকে জেলে পাঠিয়েছে। তারপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানবিক হয়ে তাকে বাসায় থাকতে দিয়েছেন। এই বিএনপিই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, হামলা চালিয়েছে।’
‘জিয়া পরিবার বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। এই চক্রান্ত বহুবার করেছে বিএনপি ও তাদের দোসররা’- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছিল। শুধু আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়ে দিলেও আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছিল। আর বিএনপি বলে আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে। সেদিন জিয়া পরিবারই বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে হামলা করেছিল।’
‘বিএনপিসহ তাদের দোসররা মিলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিসহ তাদের দোসরদেরকে আমাদের রুখতে হবে। তাদেরকে রাজনৈতিকভাবে আমাদের রুখতে হবে। বিএনপি ও তাদের দোসরদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ পাকিস্তান। তাদের (বিএনপি) হাতে এদেশ নিরাপদ নয়, বিএনপিকে রুখতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’