Friday, November 22, 2024

সাবধান থাকুন, কোনো লুটেরা যেন দেশ ধ্বংসের জন্য আবার ক্ষমতায় না আসে: প্রধানমন্ত্রী

দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী সাধারণ নির্বাচনে নৌকার জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জনগণকে সতর্ক করেন যাতে কোনো লুটেরা দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট চাওয়ার পাশাপাশি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই।’

দেশের উন্নয়নের অদম্য গতি যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বিষয়টি দেখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় ধ্বংস হয়ে যাবে। কথা দিন দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকবে।
‘দেশবাসী নৌকায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল হয়েছে অথচ বিএনপিকে ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি ও হত্যাকাণ্ড পেয়েছে’ বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জনগণের কল্যাণের রাজনীতি করছি, তাদের দুঃসময়ে তাদের পাশে থেকেছি এবং তাদের ভাগ্য পরিবর্তন করছি। বিএনপি-জাময়াত চক্র দুর্নীতি, অস্ত্র চোরাচালান, অর্থপাচার, লুটপাট ও ধ্বংসযজ্ঞ দিয়ে অর্থ উপার্জন করে আগুনে পুড়িয়ে হত্যার রাজনীতি করছে।

তিনি বলেন, ‘সরকার ইতিমধ্যে কিছু টাকা ফেরত এনেছে যা খালেদা জিয়ার দুই ছেলে চুরি করে নিয়ে গেছে এবং বাকি টাকা জব্দ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি জানেন না কোথা থেকে তারা অর্থ পাচ্ছেন যা ব্যবহার করে তারা আবার পুলিশের গাড়ি ও যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে।

‘এবার বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের রেহাই দেবে না’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, ‘জনগণের প্রতিবাদের মুখে বিএনপি-জামায়াত চক্র ২০১৩-২০১৫ সালে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে বাধ্য হয়েছে, যাতে ৫০০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা আত্মসাতের কারণে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, তার ছেলে তারেক জিয়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত এবং তারেকের স্ত্রী দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত।

তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্তরা বিএনপির শীর্ষ নেতা এবং তাদের সামনে রেখে রাজনীতি করছে বিএনপি।’

‘জনগণ তাদের ভোট দেবে না। জনগণ বিএনপিকে ক্ষমতায় আসার জন্য ভোট দেবে না। জনগণ অগ্নিসংযোগকারীদের আর ক্ষমতায় আনবে না।’ বলেন শেখ হাসিনা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর