Tuesday, March 4, 2025

দোয়া চেয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেলেন সাকিবরা

এশিয়া কাপের প্রস্তুতি শেষ, এবার মাঠে নামার পালা বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল। এর আগে আজ রোববার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা, চেয়েছেন দোয়া। যদিও অসুস্থতার কারণে দলের সঙ্গে যাননি ওপেনার লিটন দাস।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে গত দুই সপ্তাহ চলেছে ক্রিকেটারদের অনুশীলন। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিংয়ের ওপর নজর দিয়েছেন মুশফিক-তাসকিনরা। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও এবার শিরোপা বন্ধ্যাত্ব কাটাতে মরিয়া সাকিবের দল। অন্তত দেশ ছাড়ার আগে তেমন বার্তাই দিয়ে গেলেন পেসার তাসকিন আহমেদ।

এশিয়া কাপে নিজেদের লক্ষ্য জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সামনে যেহেতু বিশ্বকাপ আছে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

বিশ্বকাপ নয় বাংলাদেশ দলের ভাবনাজুড়ে কেবলই এশিয়া কাপ। গতকাল শনিবার (২৬ আগস্ট) এশিয়া কাপের পূববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে। দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমনটা নয়। আবার এখানে খারাপ করলেও, পরবর্তী ধাপে খারাপ হয়ে যাবে না।’

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর