মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকে ক্ষুব্ধ চীন দ্বীপ দেশটির চারপাশ ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর চীন ছাড়ার পরপরই এই মহড়ার ঘোষণা দেয় দেশটি। প্রতিক্রিয়ায় তাইওয়ান বলেছে, তারা শান্তভাবে এর জবাব দেবে।
পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পূর্ব থিয়েটার কমান্ড শনিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, ১০ এপ্রিল পর্যন্ত তাদের ‘যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া’ চলবে।
ইউনাইটেড শার্প সোর্ড নামের এ মহড়া উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালী এবং পূর্বে সাগর এবং আকাশপথে চলছে।
পিএলএ জানায়, এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বহিরাগত শক্তির যোগসাজশ ও উসকানির বিরুদ্ধে গুরুতর সতর্কতা। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এটি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, দ্বীপের নিরাপত্তার জন্য যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হবে।