Monday, December 2, 2024

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষি-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য কেনটাকিতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার কেনটাকির লুইসভিলে শহরের কেন্দ্রস্থলে বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এক টুইট বার্তায় হামলার বিষয়টি জানিয়েছে লুইসভিলে নগর পুলিশ। তারা বলেছে, ‘আমরা ইস্ট মেইনের ৩০০ ব্লকে সক্রিয় হামলাকারীর খবর নিশ্চিত করছি। দয়া করে ওই এলাকা থেকে দূরে থাকুন।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানানো হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, কেনটাকির বেজবল মাঠ স্লাগার ফিল্ডের কাছে সক্রিয় বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন। তাদের উদ্ধার করে লুইসভিলে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে কেন্টাকি পুলিশ। তারা বলছে, পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে কেন্টাকি পুলিশ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর