Friday, January 3, 2025

আবারও হত্যার হুমকি পেলো সালমান খান

বলিউডের সুপারস্টার সালমান খান দফায় দফায় হত্যার হুমকি পেয়েই যাচ্ছেন। আর এ জন্য নিজের নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে যেতে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন। নিজ বাসার সামনে বসিয়েছেন অতিরিক্ত পুলিশ। তবে এরই মধ্যে ফের হত্যার হুমকি পেলেন সালমান খান।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কল আসে। এ সময় হুমকি দিয়ে এক ব্যক্তি বলেন, এ মাসের ৩০ এপ্রিল বলিউডের অভিনেতা সালমান খানকে হত্যা করা হবে।এ বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই কলারের নাম রকি ভাই। কলটি যোধপুর থেকে এসেছিল। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।

সম্প্রতি কয়েকবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সর্বশেষ ১৯ মার্চ সালমান খানের ম্যানেজার জোর্ডি প্যাটেলের ই-মেইলে পাঠানো বার্তায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত তার পরিবার। এজন্য এই অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর