Thursday, January 16, 2025

বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলবে: সুজন

মিশন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসর মাঠে গড়াতে ছয় মাসও বাকি নেই আর। প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটা দল, বাদ নেই বাংলাদেশও। ওয়ানডে ফরম্যাট টাইগারদের জন্য স্বস্তির, আনন্দের। প্রতিপক্ষ ইংল্যান্ড হোক কিংবা ভারত, সাকিব-তামিমদের সামনে কেউই এখন আর ফেভারিট নয়। অন্তত গত কয়েক বছরের পরিসংখ্যান অবশ্য তাই বলে। আর বাংলাদেশের এমন ফর্মে ভালো কিছুর প্রত্যাশা করছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমে মুখোমুখি হয়ে সুজন বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন। সে সময় তিনি বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলবে। সত্যি কথা বলতে এই ফর‌ম্যাটে আমরা খুবই পরিণত দল। এই ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলছি। দেখেন ক্রিকেট খেলায় তো ভাগ্য অনেক বড় কথা, ভাগ্য সহায় হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট দিনে আপনি কতটা ভালো খেলেন, তার ওপরও অনেক কিছু নির্ভর করছে ‘

সুজন আরও যোগ করেন, ‘দেখুন আমাদের দলে সাকিবের মতো খেলোয়াড় আছে, যারা বিশ্বাস করে দলে ওইরকম অস্ত্র আছে এবং দল স্ট্রং। সুতরাং বুঝতে হবে দলের সবাই বিশ্বাস করছে যে, তারা চাইলেই ভালো কিছু করতে পারবে। তো সেই বিশ্বাসটাই সবার মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম যে, বাংলাদেশ যেভাবে ইংল্যান্ডের সাথে খেলেছে এভাবে খেলে যদি ১০টা ম্যাচও হারি, আমি কিছু মনে করব না। তবে আমি আক্রমণাত্নক ভঙ্গিটাই পছন্দ করি। এভাবে ক্রিকেট খেললেই আমরা একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে, এমনটাই বিশ্বাস করি আমি।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর