Tuesday, December 3, 2024

দুর্দান্ত উপহারে হাতের নাগালে ভি২৭ই এবং ভি২৭

ঈদকে সামনে রেখে চলে এসেছে ভিভো ভি২৭ই। পোর্ট্রেট ফটোগ্রাফিতে দারুণ দক্ষ ভি সিরিজের এই নতুন স্মার্টফোন ১১ এপ্রিল থেকে মিলছে হাতের নাগালেই। ভি২৭ই এর সাথে এসেছে ভি২৭ স্মার্টফোনও। ঈদে স্মার্টফোন দুইটি কিনলেই থাকছে উপহার।

ঈদ উপলক্ষে ভি২৭ই ও ভি২৭ কিনলে থাকছে রিরো টিডব্লিউএস ইয়ার বাড। স্মার্টফোনের স্ক্রিন রিপ্লেসমেন্টের ঝক্কি অনেক। তবে যারা ভি২৭ই কিনবেন তাঁদের জন্য আছে সুখবর। মাত্র ৬৯৯ টাকায় মিলছে এই সুবিধা।
ঘরে বসেও সহজেই কেনা যাবে ভি২৭ই ও ভি২৭। সেক্ষেত্রেও থাকছে উপহার জেতার দারুণ সুযোগ। এমনকি ফ্রি হোম ডেলিভারির সুবিধাও মিলবে। থাকছে ১৮ মাসে ইএমআই সুবিধা। ই-স্টোরেও উপহার হিসেবে পাওয়া যাবে অফিশিয়াল রিরো টিডব্লিউএস ইয়ার বাড। সাথে পাওয়া যাবে এক্সক্লুসিভ গিফট ব্যাক প্যাক এবং ৪জি ইন্টারনেট একদম ফ্রি।
মাত্র ৩২,৯৯৯ টাকায় ভিভোর নতুন উদ্ভাবন অরা লাইট পোর্ট্রেট সমৃদ্ধ ভিভো ভি২৭ই পাওয়া যাবে ল্যাভেন্ডার পার্পল এবং গ্লোরি ব্ল্যাক রঙে। ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং ক্যামেরার এই স্মার্টফোনে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটের মধ্যে ৬৬ ওয়াট ফ্লাশ চার্জ প্রযুক্তি এবং ৮জিবি র্যাম+৮জিবি বর্ধিত র্যামের পাশাপাশি ২৫৬জিবি রমের দুর্দান্ত সুবিধা মিলবে এই স্মার্টফোনে।
অপরদিকে অরা লাইট এবং সনির সেন্সর সমৃদ্ধ ১২০ হার্জ থ্রিডি কার্ভ স্ক্রিনের ভি২৭ পাওয়া যাবে মাত্র ৫৪,৯৯৯ টাকা। নোবেল ব্ল্যাক এবং ম্যাজিক ব্লুর কালার চেঞ্জিং রঙে মুগ্ধ হবেন গ্রাহক।
ভিভোর দুর্দান্ত এই দুইটি স্মার্টফোন সংগ্রহ করতে গ্রাহকে যেতে হবে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুমে কিংবা ই-স্টোরে।
- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর