স্টাফ রিপোর্টার: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একুশ শতকের পৃথিবীতে নিজেদের এগিয়ে নিতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে মেধা ও দক্ষতার সমন্বয়ের পাশাপাশি তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও উন্নয়নের পথযাত্রায় একে হাতিয়ার করতে হবে।
তিনি আজ বিকেলে ঢাকা ক্লাবের স্যামসন হলে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত ‘Smart Bangladesh 2041: Transforming the Paper Currency to Digital’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফোরামের সভাপতি সাবেক সচিব ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ,
বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, ফোরামের মহাসচিব মো. ইমরান, বিসিএস (কর) মহাপরিচালক ফজলুল হক আরিফ, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সরকারি, সায়ত্ত্বশাসিত সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা অংশ নেন।