Tuesday, December 3, 2024

নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিউ মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এছাড়া শনিবার সকাল থেকে পার্শ্ববর্তী চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন নিউ মার্কেটের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শনিবারের আগুনে প্রায় ২০০ দোকান পুড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত মালামাল ছিল।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ এ রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এর কিছুক্ষণ পর উদ্ধারকাজে যোগ দেয় সেনা ও নৌ বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর জন্য প্রস্তুত ছিল বিমান বাহিনীও। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ১০ ইউনিট বিজিবি।

প্রসঙ্গত, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি, র‍্যাব ও সাধারণ মানুষের সম্মিলিত চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ অগ্নিকাণ্ডে ১৫ ফায়ার সার্ভিস সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩১ জন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর