‘সুপার সাইক্লোন’, ‘প্রবল ঘূর্ণিঝড়’—এ রকম নানা নামে ঘূর্ণিঝড় সিত্রাংকে ব্যাখ্যা করা হয়েছে দেশি-বিদেশি নানা সূত্র থেকে। গতকাল সোমবার দুপুরেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, এটি হবে প্রবল ঘূর্ণিঝড়।
তবে শেষ পর্যন্ত সিত্রাং বড় আকারের ঘূর্ণিঝড় হয়নি। এর সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার।
বাংলাদেশের উপকূলে সিত্রাং আঘাত করার সময় নিয়ে আগের করা পূর্বাভাসগুলোও পুরোপুরি মেলেনি।
আবহাওয়াবিদেরা বলছেন, শুরু থেকেই সিত্রাং এলোমেলো আচরণ করতে শুরু করে।
বারবার পাল্টাতে থাকে গতিপথও। তাই এর গতিবিধি ঠিকমতো বোঝা যায়নি। আসতে পথে বৃষ্টি ঝরিয়ে নিজের শক্তি ক্ষয় করেছে। এসেছে দ্রুত, চলেও গেছে দ্রুত।