তরুণ শিকদার
ওরা শান্তির কথা বলে
ওরা সম্প্রীতির কথা বলে
তাইতো সবাই যার যা আছে
তাই হাতে নিয়ে চলে।
সকলের মঙ্গল কামনায়
ওরা নিরব আওয়াজ তোলে।
শান্তিকামী মানুষগুলো
আজ মঙ্গল শোভাযাত্রায় চলে।
সাথে নিয়ে চলে সাপ, ব্যাঙ, হাতি
বাঘ হরিণের লেজ
আরো কত কিছু পরিবেশ-প্রতিবেশ
ত্রস্ত-হরিণ চকিত চাহনি
ময়ুর পেখম মেলে
নিশাচর পেঁচক ইঁদুরের সাথে
কত লুকোচুরি খেলে।
মনিব যখন অচেতন থাকে গভীর ঘুমের পরে
পেঁচক তাহার সম্পদ পরে তীক্ষ্ণ দৃষ্টি ধরে।
প্রতি রাতে সে একটি একটি ইঁদুর নিধন করে।
তাই তারে সাথে নিয়ে বাঙালি আজকে
পহেলা বোশেখে মঙ্গল দীপ জালে।
আরো সাথে নেয় নিত্যদিনের জীবিকার হাতিয়ার
খালোই-পলো, কাস্তে-হাতুড়ি কিম্বা নৌকার পাল
যেগুলো আমার সংস্কৃতির নির্মল অধিকার।
স্মৃতির গ্লানি দূরে ফেলে রেখে
গায় আগমনী গান
জাতিসংঘ এঁকে দেয় তার সুমহান সম্মান।
শান্তিকামী মানুষগুলোরে ধর্মভীরুরা ডরে
অশান্তির বীজ বুনিতে হাজার চেষ্টা করে
ধর্ম কি কভু অনাচার হানে
ছড়িয়েছে বিদ্বেষ?
কূপমন্ডূক পড়ে থাক সব
লেবাসধারী ভেক।
ধর্মের সাথে নেই সংঘাত
মর্মেতে যাহা বাজে
তারে নিয়ে সবে চলুক আজিকে
নতুন সূর্যের পানে ।
নতুন প্রভাত নতুন আশা
নতুনের সাথে চলা
এই আশাতেই ভরবে আমার
সমৃদ্ধির গোলা।
(পহেলা বৈশাখ ১৪৩০)