নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। গতকাল রবিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মো. রিয়াদুর রশিদ রিয়াদ (৪০) নামে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। তিনি পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, ‘একটি ককটেল বিস্ফোরণে আহত হওয়ার বিষয়টি শুনেছি, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে।’
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, একজন হাতে আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।