Tuesday, December 3, 2024

ইরানে হিজাব সংকট কাটছেই না: ১৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক: নানা ইস্যুতে উত্তপ্ত ইরানে শান্তির সুবাতাবাস ক্রমেই ফিকে হয়ে এসেছে। এবার কঠোর ড্রেস কোডের অধীনে হিজাব পরার বাধ্যবাধকতার প্রতি সম্মান না জানানোয় গত ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ইসরায়েল ন্যাশনাল নিউজ।

পুলিশের মুখপাত্র মোন্টাজেরোল মাহদির বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পোশাকনীতির পূর্ববর্তী সতর্কতা না মানার জন্য দুর্ভাগ্যজনকভাবে পুলিশ ১৩৭টি দোকান, ১৮টি রেস্টুরেন্ট ও অভ্যর্থনা এলাকা সিল করে দিয়েছে।

ঘোষণার একদিন আগে পুলিশ জানিয়েছিল, তারা এখন নজরদারি ক্যামেরা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আইন ভঙ্গকারী নারীদের মোকাবিলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। গত বছর কুর্দি-ইরানি মাহশা আমিনি (২২) পুলিশ হেফাজতে মারা যান। তখন সারা দেশে হিজাব বিরোধী বিক্ষোভ ফুঁসে ওঠে। শত শত বিক্ষোভকারী মারা যান নিরাপত্তা বাহিনীর হাতে। বিশ্বব্যাপী এ নিয়ে নিন্দার ঝড় ওঠে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর