তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশে বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে। আগের সব রেকর্ড ভেঙে আজ সোমবার বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র শামীম হাসান এ তথ্য জানিয়েছেন।
এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ বছর গ্রীষ্মে রমজান ও সেচ মৌসুমকে কেন্দ্র করে পিডিবির প্রাক্কলিত চাহিদা ১৬ হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি।