Saturday, April 20, 2024

কবে ঈদ হতে পারে জানাল সৌদি আরব

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা নেই। এক্ষেত্রে এসব দেশে আগামী শুক্রবার (২১ এপ্রিল) ঈদ অনুষ্ঠিত হবে না। এমনটাই জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। খবর সৌদি গেজেট

বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে এসব বছর ৩০টি রমজান হবে। সেক্ষেত্রে আগামী ২২ এপ্রিল সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র একই তথ্য জানিয়েছে। কেন্দ্রটি এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমে শাওয়াল মাসের চাঁদের দেখা পাওয়া বেশ কঠিন। লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখা যেতে পারে। তবে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে শুক্রবার নয় বরং শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর