স্টাফ রিপোর্টার: কমে গেছে বাংলাদেশের মানুষের গড় আয়ু। বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। যা আগে ছিল ৭২ দশমিক ৮ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে প্রথমবারের মতো গড় আয়ু কমার এই তথ্য উঠে এসেছে।
সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১-এ এসব তথ্য প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে বক্তৃতা পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।
সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।
বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
বিবিএস’র জরিপে উঠে এসেছে, আগের বছরের তুলনায় ২০২১ সালে দেশে অন্যান্য ধর্মাবলম্বীর হারও কমেছে।
বেড়েছে মুসলমানের সংখ্যা। ৮৮.৪ শতাংশ থেকে বেড়ে মুসলমান হয়েছে ৮৯ শতাংশ। আর অন্য ধর্মের মানুষ ১১.৬ শতাংশ থেকে কমে ১১ শতাংশে এসেছে। শহরে কাজের অভাবে মানুষ গ্রামে চলে যাচ্ছে। আর এই হার আগের বছরের তুলনায় দ্বিগুণ।
প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে হতে পারে।