Friday, June 14, 2024

অভিনয় থেকে দূরে বহুদিন, তবু বিলাসী জীবন রেখার!

সত্তর ও আশির দশকে বলিউড কাঁপিয়েছেন অভিনেত্রী রেখা। তবে বেশ কয়েক বছর ধরে রেখাকে তেমন কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি। তবুও তার বিলাসবহুল জীবনের কোনো কমতি নেই।

তাই একটি প্রশ্ন প্রায়ই দর্শকদের মনে ঘুরপাক খায়, কয়েক বছর কাজ থেকে দূরে থেকেও কীভাবে এত বিলাসবহুল জীবনযাপন করেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রচুর সম্পত্তির মালিক রেখা। শুধু মুম্বাইতে নয়, দক্ষিণ ভারতেও প্রচুর সম্পত্তি রয়েছে এই অভিনেত্রীর। সেখান থেকে লাখ লাখ টাকা ভাড়া পান রেখা।

এছাড়া এই অভিনেত্রী রাজ্যসভার সাংসদও। এ কারণে প্রতি মাসে তিনি ১ লাখ টাকা করে পান। সেই কারণে তার খরচের ভার অনেকটাই সামলাতে পারেন।

রেখা অভিনয় থেকে দূরে থাকলেও তিনি প্রায়ই টিভি শোতে উপস্থিত হন। যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পান তিনি। এছাড়াও তিনি যদি কোনো উদ্বোধনে ফিতে কাটতে যান, তার জন্যও তাকে যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হয়।

এসবের পাশাপাশি রেখাকে কিছু বিজ্ঞাপনেও কাজ করতে দেখা যায়। এছাড়াও তিনি বিহারের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন।

তিন দশক ধরে পর্দায় রাজত্ব করেছেন রেখা। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন টাকা। যা বাংলাদেশি টাকায় ৫০ কোটি টাকারও বেশি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর