Thursday, April 25, 2024

ছুটির দিনেও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

ঈদের ছুটি সত্ত্বেও দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বুধবার (১৮ এপ্রিল রাতে) বিউবোর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, ঈদের ছুটি সত্ত্বেও চলমান তীব্র তাপদাহে জনজীবনের চাহিদা পূরণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বুধবার রাত ৯টায় ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন করেছে। যা এ যাবত দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

এর আগের দিন মঙ্গলবার (১৮ এপ্রিল) ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। সোমবার বিদ্যুৎ উতপাদন হয়েছিল ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট।

বিউবো থেকে এক বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকবৃন্দ আপনারা জানেন যে, এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সঙ্গে যোগ হয়েছে ইতিহাসের ভয়াবহ দাবদাহ। ফলে অনেক জায়গাতেই অনিচ্ছাকৃত লোডশেডিং হচ্ছে। তবে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, জনজীবনে স্বস্তি ফেরাতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর