ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ষোলঘর কবরস্থান এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে চাকা ঠিক করছিল। পরে পেছন দিক থেকে এসে একটি বাস ধাক্কা দেয়।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন। অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।