Sunday, May 19, 2024

ওস্তাদ রশিদ খান আর নেই

বিনোদন ডেস্ক

ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত শিল্পীকে প্রথমে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

তার মৃত্যুর প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওস্তাদ রশিদ খান আর নেই, কথাটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে শিল্পীর মৃত্যুসংবাদ জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শিল্পী রশিদ তাকে মা বলে ডাকতেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাবতেই পারছি না, রশিদ খান আর নেই। তার মিষ্টি গলাটা আর শুনতে পাব না। কথাটা বলতে গিয়ে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর