Sunday, May 19, 2024

রমজানে কুয়েতে অফিস ৪ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনে কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গাল্ফ নিউজের তথ্যমতে, রমজানে কর্মঘণ্টা কমানো হচ্ছে কুয়েতে। পাশাপাশি দেশটির নারী কর্মীরা কর্মস্থলে দুটি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ১৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে, পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন।

এছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

দেশটির সিভিল সার্ভিস কমিশনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত দ্বারা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে আর্থিক ও প্রশাসনিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি জানান, যোগ্য কর্মচারীরা রমজানে একটি চমৎকার কাজের পারফরম্যান্স বোনাস পাবেন।

এদিকে, আগামী ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর