Wednesday, April 24, 2024

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজট

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। এতে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১০ কি‌লো‌মিটার সড়‌ক যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে একমু‌খী মহাসড়কে এই যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

এর আগে বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অং‌শে পরপর ক‌য়েকটা প‌রিবহন বিকল হয়। তবে পরব‌র্তীতে সেগু‌লো অপসারণ করে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া রাতে বঙ্গবন্ধু সেতুপ‌শ্চিম টোলপ্লাজা দুবার কিছু সময়ের জন‌্য বন্ধ ছিল বলে জানা গেছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দি‌কে পরপর কয়েকটা গা‌ড়ি নষ্ট হওয়ায় চাপ প‌ড়েছে মহাসড়কে। এতে সেতুপূর্ব গোলচত্বর থেকে মহাসড়কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর