Friday, March 29, 2024

মক্কায় কোরআনের খতমের দোয়ায় ২৫ লাখ মুসল্লি

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে কোরআন খতম শেষে দোয়ায় অংশ নিয়েছেন ২৫ লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি মোনাজাতে অংশ নেন ওমরাহ পালনকারী ও দেশটিতে ভ্রমণকারীরা।

বুধবার (১৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের ২৮তম রাতে এই দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছর রমজান মাসে তারাবিহ এর নামাজে পুরো কোরআন পাঠ করার পর এই খতম আল-কোরআন দোয়া আয়োজন করা হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবারের মসজিদুল হারামে তারাবিহ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হারামাইনের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস। এদিন মসজিদ ছাড়াও আশেপাশের সড়কে লাখ লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

দোয়ার সময় শেখ আল-সুদাইস বরকতময় রাতে সব মুসলিমকে ক্ষমা করে দেওয়া এবং দোজখের আগুন থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সৌদি আরব, দেশটির নেতা এবং বিশ্বের সব মুসলিম দেশকে শয়তান থেকে রক্ষা এবং নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতারও প্রার্থনা করেন শেখ আল-সুদাইস।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর