Wednesday, May 1, 2024

একদিনে পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

চারদিক ডেস্ক

ঈদুল ফিতরের ছুটিতে একদিনে পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার গাড়ি। যা থেকে টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। আজ বুধবার (১০ এপ্রিল) পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আমিরুল হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত থেকে পার হয় ৩০ হাজার ৩৩০টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয় ১৪ হাজার ৮৭৪টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় দুই কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা। মোট ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।

আমিরুল হায়দার জানান, মঙ্গলবার সকালের দিকে সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো যানবাহনের বেশ চাপ দেখা গেলেও বুধবার সকাল থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। টোল বুথগুলো যানবাহনের অপেক্ষায় আছে।

তিনি জানান, পদ্মা সেতুর উভয়প্রান্তে ১৪টি বুথ থেকে টোল আদায় হচ্ছে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ থাকায় বুথ বাড়িয়ে ২টি করা হয়েছে। এখানে সর্বমোট ৭টি বুথ থেকে টোল আদায় হচ্ছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর