রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক “অজ্ঞাতপরিচয়” তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে উদ্যানের রমনা কালী মন্দির সংলগ্ন বকুল গাছে ওই তরুণীকে ওড়নায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার পরনে ছিল প্রিন্টের কামিজ।
প্রাথমিকভাবে মৃতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তিনি ওই এলাকায়ই থাকতেন এবং “আঁখি” নামে পরিচিত ছিলেন বলে জানিয়েছে সূত্র।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার সকালে রমনা কালী মন্দিরের পাশে বকুল গাছে ওই তরুণীকে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন পথচারীরা। তারা থানায় খবর দিলে, সেখান থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই নারী ছিলেন ভাসমান মানুষ। তিনি ওই এলাকায় ঘোরাঘুরি করতেন বলে জানা গেছে।
এসআই ইকবাল বলেন, “মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”