Tuesday, December 3, 2024

ঈদের দিনে আব্রামকে নিয়ে ভক্তদের কাছে ধরা দিলেন শাহরুখ

আজ খুশির ইদ। দেশজুড়ে পালিত হচ্ছে ইদ উল ফিতর। সকাল থেকে চলছে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। বাদ নেই তারকারাও। খুশির ইদটা ভক্তদের জন্য আরও খাস করে তুললেন শাহরুখ খান।

রাজপুত্তর আব্রামকে সঙ্গে নিয়ে এদিন মন্নতের ব্যালকনিতে ধরা দিলেন শাহরুখ, বিনিময় করলেন ইদের শুভেচ্ছা।

সাদা রঙা টি-শার্টে শাহরুখ, সঙ্গে ডেনিম, চোখে রোদ চশমা আর গলায় ঝুলছে কালো বিডসের মালা। পাঠান-এর প্রচারে সবসময় বিডসের হার দেখা গিয়েছে শাহরুখের গলায়।

কখনও জোর হাতে ভক্তদের ধন্যবাদ জানালেন পাঠান, কখনও ছুড়ে দিলেন চুমু। মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। তবে ধর্ম নির্বিশেষে ইদের দিন মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। তাঁদের নিরাশ করেন না শাহরুখ।

সাদা রঙা পাঞ্জাবি আর পাজামায় সেজে ছোট্ট আব্রাম। বাবার কথা মতোই ভিড়ের উদ্দেশে হাত নাড়ল সে।

এদিন মন্নতের বাইরের জনসমুদ্রের উদ্দেশ্যে উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের এই ছবি গুলি। ফ্যানেরা বলছেন, ‘ইদি পেয়ে গেছি’।

চার বছর রুপোলি পর্দা থেকে গায়েব থাকার পর চলতি বছরের গোড়াতে ‘পাঠান’-এর সঙ্গে বাদশাহি কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। আপতত ‘জওয়ান’-এর অপেক্ষায় দিন গুণছে শাহরুখ ভক্তরা। জুন মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর