Saturday, April 27, 2024

রদ্রিগোর জোড়া গোলে জয় পেলো রিয়াল

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের জার্সিতে রদ্রিগো সেরা ফর্মে আছেন বলা যায়। ২০১৯ সালে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর এই প্রথমবার টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রবিবার ৩-০ গোলে কাদিজের মাঠে জিতেছে মাদ্রিদ ক্লাব, সবগুলোতেই ছিল রদ্রিগোর অবদান। দুটি গোল করেছেন এবং একটি করিয়েছেন। লা লিগার শীর্ষ গোলদাতা জুড বেলিংহ্যামকে দিয়ে আরেকটি গোল করান রদ্রিগো।

রিয়াল এক পয়েন্টে পেছনে ফেলেছে উড়তে থাকা জিরোনাকে। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেলো মাদ্রিদ ক্লাব। এক নম্বর স্থান পুনরুদ্ধার করতে সোমবার অ্যাথলেটিক বিলবাওকে ঘরের মাঠে খেলবে জিরোনা (৩৪)।

গত কয়েকদিনে রিয়ালের ইনজুরি তালিকা লম্বা হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র ও এদুয়ার্দো কামাভিঙ্গা দীর্ঘমেয়াদী চোট পেয়েছেন। থিবো কোর্তোয়া, এডার মিলিতাও ও অরেলিয়েন শুয়ামেনি আগে থেকে সাইডলাইনে। কাঁধের চোটের কারণে লিগের দুই ম্যাচে মাঠের বাইরে থাকার পর ফিরেছেন বেলিংহ্যাম।

রিয়ালের লিড নিতে বেশি সময় লাগেনি। ১৪ মিনিটে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ায় ড্রিবলিং করে চমৎকার শটে জাল কাঁপান। কাদিজ আরও আগেই গোলের সুযোগ পেয়েছিল। রজার মার্তির প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার আন্দ্রি লুনিন।

দ্বিতীয়ার্ধে অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ করতে পারেননি রদ্রিগো। জোসেলুর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যর্থ হন তিনি। তবে দ্রুত দ্বিতীয় গোলের দেখা পান তিনি। চমৎকার ড্রিবলিংয়ে বক্সের মধ্যে থেকে পরাস্ত করেন গোলকিপারকে।

এরপর রদ্রিগো বেলিংহ্যামকে দিয়ে তৃতীয় গোল করান। বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচ হাতের মুঠোয় নেন ইংল্যান্ডের তারকা। শেষ দিকে দুই গোলদাতাকে তুলে নেন আনচেলত্তি। অভিষেক হয় তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়ার।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলিকে স্বাগত জানাবে রিয়াল। আগেই তারা নকআউট নিশ্চিত করেছে। এখন গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পালা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর