Friday, April 26, 2024

মাওবাদীদের হামলায় ভারতের ছত্তিশগড়ে নিহত ১১

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ১০ পুলিশ সদস্যসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সেই ঘটনা নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের সঙ্গে কথা বলেছেন শাহ। রাজ্য সরকারকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃত পুলিশ সদ্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ছত্তিশগড়ের পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, মাওবাদী-বিরোধী একটি অভিযানের পর ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। আরনপুর থানা এলাকায় আসলে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে খবর, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) জওয়ানরা একটি মিনি-ট্রাকে চেপে ফিরছিলেন। সেইসময় আইইডি বিস্ফোরণ ঘটে।

সেই ঘটনার পর টুইটবার্তায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, ‘দান্তেওয়াড়ার আরনপুরে মাওবাদী ক্যাডারদের আনাগোনার খবর পেয়ে সেখানে নকশাল-বিরোধী অভিযানে গিয়েছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। সেই দলের উপর আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেই ঘটনায় ১০ ডিআরজি পুলিশ সদস্য এবং এক চালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যবাসী তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। তাদের পরিবারের পাশে আছি আমরা।’

ওই আইইডি বিস্ফোরণের ঘটনা নিয়ে বস্তারের ইনস্পেক্টর জেনারেল (আইজি) পি সুন্দররাজ বলেছেন, ‘ওই হামলার ঘটনায় ১০ ডিআরজি পুলিশ সদস্য এবং এক গাড়িচালকের মৃত্যু হয়েছে (গাড়িচালক পুলিশের সদস্য ছিলেন না, তিনি আমনাগরিক ছিলেন)। তাদের সকলের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিকরা আছেন। তদন্ত চলছে।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর